News & Events
গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানে ডিগ্রীধারী বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নের উদ্যোগ গ্রহণ
বাংলাদেশ গ্রন্থাগারিক ও তথ্যায়নবিদ সমিতি (বেলিড) বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবদান রাখা এবং গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে সার্টিফিকেট, ডিপ্লোমা, স্নাতক ডিগ্রী, স্নাতকোত্তর ডিগ্রী, ও পিএইচডি ডিগ্রীধারী জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের গ্রন্থাগার পেশাজীবীদের পক্ষ থেকে সম্মান জানানোর উদ্দেশ্যে একটি তালিকা প্রণয়ণের কাজ করছে। সম্মানিত মুক্তিযোদ্ধাকে উপরোক্ত যে কোন বিষয়ে ডিগ্রীধারী হতে হবে এবং তিনি গ্রন্থাগার পেশায় কাজ না করলেও এ তালিকার আন্তর্ভুক্ত হবেন। তবে মুক্তিযোদ্ধা সনদ এবং মাসিক সম্মানী ভাতা প্রাপ্তি’র স্বপক্ষে দালিলিক প্রমাণ থাকতে হবে।
আপনি অথবা আপনার পরিচিত কেউ (যদি মৃতও হন) উপরোক্ত বর্ণনার সাথে সম্পর্কিত হলে অনুগ্রহপূর্বক নিম্ন ঠিকানায় আগামী ১৫/০৩/২০২২ তারিখের মধ্যে তথ্য পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।
শশাঙ্ক কুমার সিংহ
মহাসচিব, বেলিড
বাড়ি নং – ৬৭/বি, রোড – ৯/এ
ধানমন্ডি, ঢাকা- ১২০৯।
e-mail: sasanka.singha@bb.org.bd
Mobile: 01757933355
|
বাংলাদেশের গ্রন্থাগার পেশাজীবী ও ডিজিটাল গ্রন্থাগারঃ প্রতিবন্ধকতা ও প্রত্যাশা![]() তারিখ: ০৫ ফেব্রুয়ারি ২০২২ সময়: রাত ৮.০০ মি. মাধ্যম: অনলাইন (জুম) অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এখানে ক্লিক করুন। ![]() |
বেলিডের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন - ২৩ জানুয়ারি ২০২২
গত ২৩শে জানুয়ারি ২০২২ তারিখে বেলিডের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হলো। বেলিড অফিসে করোনা স্বাস্থ্যবিধি মেনে ঘরোয়া পরিবেশে সংক্ষিপ্ত পরিসরে দিনটি উৎযাপন করা হয়। বেলিডের মহাসচিব জনাব শশাঙ্ক কুমার সিংহ-এর সঞ্চালনায় বেলিডের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান জনাব ড. মো. আবদুস সাত্তার প্রধান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. জাফর ইকবাল, প্রক্তন সহাসচিব, বেলিড এবং সভাপতিত্ব করেন বেলিড চেয়ারম্যান জনাব মোহাম্মদ হোচ্ছাম হায়দার চৌধুরী। অনুষ্ঠানের প্রথমেই বেলিডের যে সকল সদস্য প্রয়াত হয়েছেন তাদের অবদান ও স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন করে অনুষ্ঠান শুরু করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বেলিডের কার্যনির্বাহী পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে অতীত স্মৃতি স্মরণ করে সমিতির উন্নয়নে তাদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং বেলিডের বর্তমান কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। প্রতিষ্ঠা বার্ষিকীতে বেলিড এর প্রথম এবং প্রাক্তন মহাসচিব জনাব মো. হারুন-অর-রশীদ কানাডা থেকে মেইলের মাধ্যমে একটি শুভেচ্ছা বার্তা প্রেরণ করে যা বর্তমান কমিটির ভাইস চেয়ারম্যান একেএম মফিজুর রহমান পাঠ করে সকলকে অবহিত করেন।
বেলিডের চেয়ারম্যান প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দদের সাথে নিয়ে একসঙ্গে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠনের সমাপ্তি ঘোষণা করেন। ছবি দেখুন |
গ্রন্থাগারিকতা পেশার উন্নয়নে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ‘বেলিড সম্মাননা’ প্রদান![]()
বাংলাদেশ গ্রন্থাগারিক ও তথ্যায়নবিদ সমিতি (বেলিড)-এর ২৩তম সাধারণ সভা দেশের গ্রন্থাগারিকতা পেশার উন্নয়নে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ১১জন বিশিষ্ট ব্যক্তিকে ‘বেলিড সম্মাননা’ প্রদান করেছে। এ সকল গুণী ব্যক্তিদের নেতৃত্বে দেশের গ্রন্থাগার পেশাজীবীগণ ২০১৭ থেকে ২০২১ পর্যন্ত দীর্ঘ পাঁচ বছর ধারাবাহিকভাবে রাজপথে আন্দোলন ও কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান গ্রন্থাগারিক ও সহকারী গ্রন্থাগারিকদের শিক্ষক পদ-মর্যাদা ও পদবী যথাক্রমে ‘গ্রন্থাগার প্রভাষক’ ও ‘সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান)’ অর্জনে সক্ষম হয়েছে।
২৭ নভেম্বর ২০২১ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মুনীর চৌধুরী মিলনায়তনে বেলিড চেয়ারম্যান হাজেরা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রত্যেককে বেলিডের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্ত ব্যক্তিরা হলেন- বেলিডের আজীবন সদস্য ও সাবেক সংসদ সদস্য বেগম আখতার জাহান, বেলিডের সাবেক চেয়ারম্যান ড. মির্জা মোহাঃ রেজাউল ইসলাম এবং সাবেক চেয়ারম্যান ও রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকার অধ্যাপক ড. মোঃ মোস্তাফিজুর রহমান, বেলিডের আজীবন সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এস এম জাবেদ আহমেদ, বেলিডের সাবেক ভাইস-চেয়ারম্যানগণ যথাক্রমে সৈয়দ আলী আকবর, ড. মোঃ আনোয়ারুল ইসলাম, এ কে এম মফিজুর রহমান ও আবু মোহাঃ হান্নান মিয়া, সাবেক মহাসচিব শশাংক কুমার সিংহ, বাংলাদেশ বিদ্যালয় গ্রন্থাগার সমিতির সভাপতি এ এফ এম কামরুল হাছান এবং জাতীয়করণকৃত ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গ্রন্থাগার সমিতি (এনজেল) সভাপতি আবুল মাজদার মাহফুজ আহাম্মদ। উল্লেখ্য, ২২ ডিসেম্বর ২০১৬ তারিখের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভার্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা ২০০৯ (সংশোধিত) পরিপত্রে গ্রন্থাগারিক ও সহকারী গ্রন্থাগারিকগণ শিক্ষক হিসেবে গণ্য হইবে না উল্লেখ করা হয়েছিল। ফলে গ্রন্থাগারিকগণ বিদ্যালয় পরিচালনা পরিষদের নির্বাচনে অংশগ্রহণ ও ভোট দানের অধিকার থেকে বঞ্চিত হয় এবং নিজ প্রতিষ্ঠানে বৈষম্যের স্বীকার হতে থাকেন।
|
বেলিডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ও কার্য-নির্বাহী পরিষদ ২০২২-২০২৩ গঠন![]()
বাংলাদেশ গ্রন্থাগারিক ও তথ্যায়নবিদ সমিতি (বেলিড)-এর ২৩তম সাধারণ সভা ২৭ নভেম্বর ২০২১ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুনীর চৌধুরী কনফারেন্স কক্ষ্যে বেলিড চেয়ারম্যান হাজেরা রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে দেশের গ্রন্থাগারিকতা পেশার উন্নয়নে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ১১জন বিশিষ্ট ব্যক্তিকে ‘বেলিড সম্মাননা’ প্রদান করা হয়। দ্বিতীয় পর্বে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে-এর লাইব্রেরিয়ান জনাব মোহাম্মদ হোচ্ছাম হায়দার চৌধুরীকে চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক জনাব শশাংক কুমার সিংহকে মহাসচিব করে ১৭ সদস্য বিশিষ্ট বেলিড কার্য-নির্বাহী পরিষদ ২০২২-২০২৩ গঠন করা হয়। পরিষদের অন্যান্য সদস্যরা হলেন- ভাইস-চেয়ারম্যান এ কে এম মফিজুর রহমান, রেজিনা আক্তার ও মোহাম্মদ হুমায়ূন কবীর, যুগ্ম-মহাসচিব এ কে এম নুরুল আলম অপু, অর্থ-সচিব মোঃ ফজলুল করিম, সংস্থাপন সচিব কাজী ফরহাদ নোমান, গবেষণা ও উন্নয়ন সচিব মোঃ আহসান হাবীব, প্রকাশনা ও প্রচার সচিব মোঃ আতিকুর রহমান এবং নির্বাহী সদস্যরা হলেন- হাজেরা রহমান, অধ্যাপক ড. মোঃ মোস্তাফিজুর রহমান, ড. জাহিদ হোসেন, নাছিমা আক্তার রিতা, ড. মোঃ জিল্লুর রহমান, সাবিহা খোন্দকার ও মোঃ ইলতুতমিস।
|
- ‹ previous
- 3 of 19
- next ›
