News & Events
বেলিডের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন – ২০শে জানুয়ারি ২০২৩![]() ![]() ১৯৮৬ সালের ২৩ শে জানুয়ারি বাংলাদেশ গ্রন্থাগারিক ও তথ্যায়নবিদ সমিতি (বেলিড) প্রতিষ্ঠিত হয়। দিনটিকে স্বরণ করে বেলিড প্রতিবারের ন্যায় এবারও প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করে। গত ২০শে জানুয়ারি ২০২৩ তারিখে বেলিডের বার্ষিক বনভোজনের দিন বেলিডের নবীন ও প্রবীণ সদস্যদের উপস্থিতিতে যথাযোগ্য মর্যাদায় সংস্থাটির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকীর এ অনুষ্ঠানে বেলিডের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও অতিথিদের উপস্থিতিতে বেলিডের চেয়ারম্যান ড. মোহাম্মদ হোচ্ছাম হায়দার চৌধুরী’র নেতৃত্বে কেক কাটা হয় ও আলোচনার মাধ্যমে অনুষ্ঠানটি উৎযাপিত হয়। |
‘স্মার্ট বাংলাদেশ গঠনে গ্রন্থাগার ও তথ্যসেবা পেশাজীবীদের ভুমিকা’ শীর্ষক আলোচনা সভা![]()
জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৩ উপলক্ষ্যে বাংলাদেশ গ্রন্থাগারিক ও তথ্যায়নবিদ সমিতি (বেলিড) আগামী ৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ রাত ৮টায় ‘স্মার্ট বাংলাদেশ গঠনে গ্রন্থাগার ও তথ্যসেবা পেশাজীবীদের ভুমিকা’ শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব রইস হাসান সরোয়ার, এনডিসি, মহাপরিচালক (আঞ্চলিক সংস্থাসমুহ), পররাষ্ট্র মন্ত্রনালয়, রমনা, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, চেয়ারম্যান, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অধ্যাপক ড. মো. নাজমুল হাসান, অধ্যাপক, ডিপার্টমেন্ট অব ইনফরমেশন সাইন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট, রাজশাহী বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে পেশাজীবী প্রতিনিধি হিসেবে অভিমত ব্যাক্ত করবেন ড. দিলরুবা মাহবুবা, প্রধান গ্রন্থাগারিক, বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিস (বিআইডিএস)।
বেলিড চেয়ারম্যান ড. মোহাম্মদ হোচ্ছাম হায়দার চৌধুরী’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করবেন ড. মো. আনোয়ারুল ইসলাম, গ্রন্থাগারিক, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।
বিষয়: জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা।
তারিখ: ০৫ ফেব্রুয়ারি ২০২৩
সময়: রাত ৮.০০ মি.
মাধ্যম: অনলাইন (জুম) জুম লিংক: https://bdren.zoom.us/j/64528473510 |
বার্ষিক বনভোজন ২০২৩ অনুষ্ঠিতবাংলাদেশ গ্রন্থাগারিক ও তথ্যায়নবিদ সমিতি (বেলিড) - এর উদ্যোগে গত ২০শে জানুয়ারি ২০২৩ তারিখে সাভার মিলিটারী ফার্ম-এ বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়। বনভোজনে বেলিড সদস্য, সম্মানিত সদস্য, গ্রন্থাগার পেশাজীবী, অতিথি এবং তাদের পরিবারের সদস্যবৃন্দ অংশ গ্রহণ করেন।বনভোজনের আহবায়কের দায়িত্ব পালন করেন জনাব এ কে এম মফিজুর রহমান ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মো. ফজলুল করিম। বনভোজনের সার্বিক দায়িত্ব পালন করেন নির্বাহী পরিষদের সদস্য জনাব নাসিমা আক্তার রিতা। খেলা ও র্যাফেল-ড্র সহ বিভিন্ন অনুষ্ঠানমালার মাধ্যমে দিনটি উৎযাপিত হয়। |
BALID Picnic 2023 is going to be held on 20 January 2023The Annual Picnic of Bangladesh Association of Librarians, Information Scientists and Documentalists (BALID) will be held on Friday, 20 January 2023 at Savar Military Farm, Savar.
All professionals with family members are cordially invited to attend the Annual Picnic.
Picnic Details:
When : Friday, 20 January, 2023
Where : Savar Military Farm, Savar
Contribution Fee: 2000/-
Last day for contribution: 16 January, 2023
Starting Point: Public Library Gate, Shahbagh, Time: 7.30am Mr. AKM Mofizur Rahman
Mobile: 01731121315
Md. Humayun Kabir
Deputy Librarian, Independent University, Bangladesh
Mobile: 01714350250
Mr. Sasanka Kumar Singha
Joint Director
Bangladesh Bank Library
Phone: 01757933355
Md. Iltutmish Librarian PKSF Phone: 01710568650 A.K.M. Nurul Alam
Deputy Director
Bangladesh Bank Library
Phone: 01715667447
Md. Fazlul Karim Assistant Librarian Bangladesh Open University Phone: 01712235037 |
বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা এবং রচনা ও কুইজ বিজয়ী শিশুদের পুরষ্কার প্রদান অনুষ্ঠান - ২ ডিসেম্বর ২০২২![]() বাংলাদেশ গ্রন্থাগারিক ও তথ্যায়নবিদ সমিতি (বেলিড), ২ ডিসেম্বর ২০২২ তারিখে মুক্তিযুদ্ধ যাদুঘর সেমিনার কক্ষে প্রথমবারের মত গ্রন্থাগার ও তথ্যসেবায় যুক্ত পেশাজিবী দেশের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের জন্য এক সন্মননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। মুক্তিযুদ্ধ যাদুঘরের সহযোগিতায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক রচনা ও কুইজ প্রতিযোগিতার বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার প্রদানও করা হয়। বেলিডের চেয়ারম্যান ডঃ মোহাম্মদ হোচ্ছাম হায়দার চৌধুরীর সভাপতিত্তে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এডভোকেট আলহাজ জনাব আ ক ম মোজাম্মেল হক, এমপি এবং সন্মানিত অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ যাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি জনাব মফিদুল হক। মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের সন্মননা প্রদানের বেলিডের এই উদ্যোগের প্রশংসা করেন এবং বীর মুক্তিযোদ্ধা ও বিজয়ী শিশুদের মাঝে সন্মননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি’র বক্তব্যে মুক্তিযুদ্ধ যাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি জনাব মফিদুল হক বেলিডের সাথে যৌথভাবে জাদুঘরের সংগ্রহশালা এবং লাইব্রেরি আধুনিকীকরণের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বেলিডের মহাসচিব শশাঙ্ক কুমার সিংহ এবং বেলিডের কার্যক্রম ও সাফল্য বিষয়ে উপস্থাপনা করেন বেলিডের যুগ্ম মহাসচিব এ, কে, এম, নুরুল আলাম অপু। সহসভাপতি রেজিনা আখতারের সঞ্চলনায় অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বেলিড বিশেষ দিবস উদযযাপন কমিটির আহ্বায়ক ডঃ মোঃ মনিরুজ্জামান। সন্মননা প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধারা হলেনঃ অধ্যাপক ড. এস. এম. মান্নান (৮ নং সেক্টর), এডভোকেট আক্তারুজ্জামান (১১ নং সেক্টর), মোঃ আনিছুর রহমান (৯ নং সেক্টর), আইনউদ্দিন আহমেদ (৩ নং সেক্টর), মোঃ আব্দুল গফফার (৬ নং সেক্টর) এবং মোঃ মাহবুব আলম (৮ নং সেক্টর)। সমগ্র দেশ থেকে অংশ নেয়া এই কুইজ ও রচনা প্রতিযোগীতায় শতাধিক শিশুকে বাছাই করা হয়। এর মধ্যে কুইজ বিজয়ীরা হলোঃ ১ম - তাবিয়াহ আন নূর (বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ), ২য় - মো: তাসিন আলম (শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি), ৩য় - জারিন তাসনিম (পটুয়াখালি কালেক্টরেট স্কুল এন্ড কলেজ)। রচনা বিজয়ীরা হলোঃ ১ম - সানিয়া তাসনিম বর্ষা (বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ), ২য় - তাবিয়াহ আন-নূর (বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ), ৩য় - নূসরাত নাযিফাহ নূহা (মনিপুর উচ্চ বিদ্যালয়, ঢাকা) এবং যৌথ ৩য়- মোঃ আল ওয়াসি ফুয়াদ (আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, ঢাকা)। অনুষ্ঠানে সরকারী ও বেসরকারী কর্মকর্তা, পেশাজীবী, বেলিডের সুহৃদ ও গণমাধ্যমের প্রতিনিধিসহ শতাধিক ব্যাক্তি অংশগ্রহণ করেন। |
- ‹ previous
- 3 of 21
- next ›
