২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে রচনা ও কুইজ প্রতিযোগিতা
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বেলিড দেশব্যাপী বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে রচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে।
নিম্নে বিস্তারিত উল্লেখ করা হলো:
নিম্নে বিস্তারিত উল্লেখ করা হলো:
রচনা প্রতিযোগেতা :
বিষয় : নতুন প্রজন্মের ভাবনায় বঙ্গবন্ধু ও স্বাধীনতা
- শব্দসীমা: অনধিক ১০০০ শব্দ
- যারা অংশগ্রহণ করতে পারবে: ৬ষ্ঠ শ্রেণি হতে ১০ম শ্রেণির সকল শিক্ষার্থী
- জমা দেয়ার শেষ তারিখ : ২৪ মার্চ ২০২২
- জমা দেয়ার মাধ্যম : সরাসরি/ ডাকযোগে / ই-মেইলে (পিডিএফ ফরম্যাটে)
জমা দেয়ার ঠিকানা:
শশাঙ্ক কুমার সিংহ
মহাসচিব, বেলিড
বাড়ি নং - ৬৭/বি, রোড নং - ৯/এ
ধানমন্ডি, ঢাকা - ১২০৯।
ইমেইল: balidbd@gmail.com
নিয়মাবলী :
১. রচনা A4 আকারের সাদা কাগজে স্বহস্তে প্রতি পাতার একদিকে লিখতে হবে,শব্দসংখ্যা নির্ধারিত সীমার মধ্যে থাকা আবশ্যক।
২. রচনায় অবশ্যই জমাদানকারীর নাম , মাতা ও পিতার নাম , ঠিকানা , মোবাইল নম্বর এক পৃষ্ঠায় লিখে রচনার সাথে জমা দিতে হবে।
৩. শিক্ষার্থীদের স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রত্যয়নপত্র সংযুক্ত করতে হবে।
৪. সেরা ০৫(পাঁচ) জনকে পুরস্কার ও সনদ প্রদান করা হবে।
কুইজ প্রতিযোগিতা
বিষয় : বঙ্গবন্ধু , বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ- যারা অংশগ্রহণ করতে পারবে : ৬ষ্ঠ শ্রেণি হতে ১০ম শ্রেণির সকল শিক্ষার্থী
- নাম রেজিস্ট্রেশনের শেষ তারিখ : ২২ মার্চ ২০২২
- মাধ্যম : অনলাইন (জুম/গুগলমিট)
- রেজিস্ট্রেশনের ঠিকানা : balidbd@gmail.com
- সেরা ০৫(পাঁচ) জনকে পুরস্কার ও সনদ প্রদান করা হবে।
নিয়মাবলী
১. কুইজ প্রতিযোগিতায় রেজিস্ট্রেশনের জন্য অবশ্যই অংশগ্রহনকারীর নাম, মাতা ও পিতার নাম, মোবাইল নস্বর উল্লেখ করতে হবে।