বেলিডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ও কার্য-নির্বাহী পরিষদ ২০২২-২০২৩ গঠন
বাংলাদেশ গ্রন্থাগারিক ও তথ্যায়নবিদ সমিতি (বেলিড)-এর ২৩তম সাধারণ সভা ২৭ নভেম্বর ২০২১ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুনীর চৌধুরী কনফারেন্স কক্ষ্যে বেলিড চেয়ারম্যান হাজেরা রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে দেশের গ্রন্থাগারিকতা পেশার উন্নয়নে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ১১জন বিশিষ্ট ব্যক্তিকে ‘বেলিড সম্মাননা’ প্রদান করা হয়। দ্বিতীয় পর্বে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে-এর লাইব্রেরিয়ান জনাব মোহাম্মদ হোচ্ছাম হায়দার চৌধুরীকে চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক জনাব শশাংক কুমার সিংহকে মহাসচিব করে ১৭ সদস্য বিশিষ্ট বেলিড কার্য-নির্বাহী পরিষদ ২০২২-২০২৩ গঠন করা হয়। পরিষদের অন্যান্য সদস্যরা হলেন- ভাইস-চেয়ারম্যান এ কে এম মফিজুর রহমান, রেজিনা আক্তার ও মোহাম্মদ হুমায়ূন কবীর, যুগ্ম-মহাসচিব এ কে এম নুরুল আলম অপু, অর্থ-সচিব মোঃ ফজলুল করিম, সংস্থাপন সচিব কাজী ফরহাদ নোমান, গবেষণা ও উন্নয়ন সচিব মোঃ আহসান হাবীব, প্রকাশনা ও প্রচার সচিব মোঃ আতিকুর রহমান এবং নির্বাহী সদস্যরা হলেন- হাজেরা রহমান, অধ্যাপক ড. মোঃ মোস্তাফিজুর রহমান, ড. জাহিদ হোসেন, নাছিমা আক্তার রিতা, ড. মোঃ জিল্লুর রহমান, সাবিহা খোন্দকার ও মোঃ ইলতুতমিস।