Sorry, you need to enable JavaScript to visit this website.

বাংলাদেশ গ্রন্থাগারিক ও তথ্যায়নবিদ সমিতি (বেলিড) এর ২৪তম সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ গ্রন্থাগারিক ও তথ্যায়নবিদ সমিতি (বেলিড) এর ২৪তম সাধারণ সভা ২৬ জানুয়ারি ২০২৪ তারিখে ঢাকার ধানমন্ডিস্থ উইমেনস ভলান্টারি এসোসিয়েশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া দিনব্যাপী এই অনুষ্ঠানে বিগত সাধারণ সভার কার্যবিবরণী, গত পরিষদের কার্য ও অর্থ প্রতিবেদন এবং বাজেট প্রস্তাবনা উপস্থাপিত হয়। অনুষ্ঠানে মুক্ত আলোচনা শেষে বিগত সাধারণ সভার কার্যবিবরণীসহ সকল প্রতিবেদন ও বাজেট প্রস্তাব অনুমোদন করা হয়।
 
সাধারণ সভার ২য় পর্বে জনাব সৈয়দ জহুরুল আমিন কাইয়ুম–এর নেতৃত্বে ড. দিলরুবা মাহবুবা সহ দুই সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন বেলিড নির্বাহী পরিষদ ২০২৪–২৫ নির্বাচন পরিচালনা করেন। বেলিডের বিভিন্ন সদস্যদের কাছ থেকে প্রাপ্ত মনোনায়ন ও সমর্থনের ভিত্তিতে নতুন কমিটি নির্বাচন করা হয়। এই কমিটির সদস্যরা হলেন: ড. মো: মনিরুজ্জামান – চেয়ারম্যান, জনাব এ,কে,এম, মফিজুর রহমান, প্রফেসর ড. এসএম জাবেদ আহমেদ, জনাব রেজিনা আখতার – ভাইস চেয়ারম্যান, জনাব এ,কে,এম, নুরুল আলম (অপু) – মহাসচিব, জনাব আহসান হাবীব – যুগ্ম–মহাসচিব, জনাব মো: ফজলুল করিম – অর্থসচিব, জনাব মো: ইলতুতমিশ – সংস্থাপন সচিব, জনাব মাহমুদুন নাহার – গবেষণা ও উন্নয়ন সচিব, জনাব নাসিমা আক্তার রীতা – প্রকাশনা ও জনসংযোগ সচিব, ড. মো: হোচ্ছাম হায়দার চৌধুরী, জনাব শশাংক কুমার সিংহ, ড. মো: মোস্তাফিজুর রহমান, ড. মো: আনোয়ারুল ইসলাম, জনাব মুহাম্মদ আব্দুল করিম, জনাব খন্দকার আসিফ মাহতাব ও  জনাব মো: মোবাশ্বির আহসান – সদস্য।