Sorry, you need to enable JavaScript to visit this website.

প্রতীকী অনশন - ১১ মার্চ ২০১৭

বাংলাদেশ গ্রন্থাগারিক ও তথ্যায়নবিদ সমিতি (বেলিড) এর উদ্যগে মহাবিদ্যালয়, বিদ্যালয় ও মাদ্রাসার গ্রন্থাগারিক ও সহকারী গ্রন্থাগারিক পদের নামকরণ যথাক্রমে গ্রন্থাগার প্রভাষকসহকারী গ্রন্থাগার শিক্ষক করার দাবীতে আগামী ১১ মার্চ ২০১৭ শনিবার বেলা ১১ টা থেকে ২ টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতীকী অনশন-এর আয়োজন করা হয়েছে। উক্ত প্রতীকী অনশন-এ দেশের সর্বস্তরের গ্রন্খাগার পেশাজীবিদের স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে।