Sorry, you need to enable JavaScript to visit this website.

জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৪ উপলক্ষ্যে ‘Institutional Repositories and Smart Bangladesh’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

National Library Day 2024জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৪ উপলক্ষ্যে বাংলাদেশ গ্রন্থাগারিক ও তথ্যায়নবিদ সমিতি (বেলিড) গত ১২ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ রাত ৮.৩০মি. এ অনলাইন প্লাটফর্ম জুমে ‘Institutional Repositories and Smart Bangladesh’ শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন করে।  বেলিড চেয়ারম্যান ড. মো. মনিরুজ্জামানের সঞ্চালনা ও সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যের রাখেন বেলিড মহাসচিব এ,কে,এম, নুরুল আলম। অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ এর লাইব্রেরিয়ান ড. মোহাম্মদ হোচ্ছাম হায়দার চৌধুরী। জনাব চৌধুরী স্মার্ট বাংলাদেশ গঠনে স্মার্ট লাইব্রেরির গুরুত্ব তুলে ধরে সে আলোকে ইনস্টিটিউশনাল রিপোজিটরি তৈরির ওপর বিস্তারিত আলোচনা করেন। তিনি বাংলাদেশে ইনস্টিটিউশনাল রিপোজিটরির বর্তমান চিত্র তুলে ধরে ভবিষ্যত পরিকল্পনা উপস্থাপন করেন। ইনস্টিটিউশনাল রিপোজিটরি (আইআর) গঠেনের বিভিন্ন ধাপ উল্লেখ করে একটি আইআর কমিটি’র প্রস্তাবনা ও তিনি পেশ করেন।
 
অনুষ্ঠানে আলোচ্য বিষয়ের ওপর আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এস. এম জাবেদ আহমেদ ও নর্থ সাউথ ইউনিভার্সিটি’র ইউনিভার্সিটি লাইব্রেরিয়ান ড. মো. জাহিদ হোসেন শোয়েব। আলোচকবৃন্দ আইআর গঠনে মূল বক্তব্য উপস্থাপনকারীর সাথে একমত প্রকাশ করে আরো কিছু বিষয়ে গুরুত্বারোপ করেন। জাতীয় পর্যায়ে একটি কেন্দ্রীয় রিপোজিটরি’র অভাব তুলে ধরেন। ড. এস. এম জাবেদ আহমেদ বেলিডকে এ সংক্রান্ত একটি খসড়া পলিসি প্রণয়ণের প্রস্তাব দেন যা অন্যান্য আলোচকবৃন্দও সমর্থন করেন। উন্মুক্ত আলোচনায় বাংলাদেশের বিভিন্ন পেশাজীবীর পাশাপাশি কলকাতা ও জাপান থেকেও পেশাজীবীবৃন্দ মতামত প্রদান করেন। অনুষ্ঠানে ৬০ জনেরও বেশি পেশাজীবী অংশগ্রহণ করেন।
 
অনুষ্ঠানের সভাপতি বেলিড চেয়ারম্যান ড. মো. মনিরুজ্জামান আলোচকবৃন্দদের অত্যন্ত সময়োপযোগী একটি বিষয়ে জ্ঞানগর্ভ আলোচনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সকলকে ধৈর্য্যসহকারে সক্রিয় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।
National Library Day 2024National Library Day 2024