জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৪ উপলক্ষ্যে ‘Institutional Repositories and Smart Bangladesh’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

অনুষ্ঠানে আলোচ্য বিষয়ের ওপর আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এস. এম জাবেদ আহমেদ ও নর্থ সাউথ ইউনিভার্সিটি’র ইউনিভার্সিটি লাইব্রেরিয়ান ড. মো. জাহিদ হোসেন শোয়েব। আলোচকবৃন্দ আইআর গঠনে মূল বক্তব্য উপস্থাপনকারীর সাথে একমত প্রকাশ করে আরো কিছু বিষয়ে গুরুত্বারোপ করেন। জাতীয় পর্যায়ে একটি কেন্দ্রীয় রিপোজিটরি’র অভাব তুলে ধরেন। ড. এস. এম জাবেদ আহমেদ বেলিডকে এ সংক্রান্ত একটি খসড়া পলিসি প্রণয়ণের প্রস্তাব দেন যা অন্যান্য আলোচকবৃন্দও সমর্থন করেন। উন্মুক্ত আলোচনায় বাংলাদেশের বিভিন্ন পেশাজীবীর পাশাপাশি কলকাতা ও জাপান থেকেও পেশাজীবীবৃন্দ মতামত প্রদান করেন। অনুষ্ঠানে ৬০ জনেরও বেশি পেশাজীবী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের সভাপতি বেলিড চেয়ারম্যান ড. মো. মনিরুজ্জামান আলোচকবৃন্দদের অত্যন্ত সময়োপযোগী একটি বিষয়ে জ্ঞানগর্ভ আলোচনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সকলকে ধৈর্য্যসহকারে সক্রিয় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।

