Sorry, you need to enable JavaScript to visit this website.

বেলিডের নেতৃত্বে ধারাবাহিক আন্দোলনে অর্জিত হয়েছে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান গ্রন্থাগারিকের শিক্ষক পদ-মর্যাদা ও পদবী ‘গ্রন্থাগার প্রভাষক’ ও ‘সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান)’

দেশের গ্রন্থাগার পেশাজীবীদের সুদীর্ঘ আন্দোলনের ইতিহাসে সর্বপ্রথম বাংলাদেশ গ্রন্থাগারিক ও তথ্যায়নবিদ সমিতি (বেলিড)-এর নেতৃত্বে গ্রন্থাগার পেশাজীবীগণ রাজপথে সম্মিলিত আন্দোলনের মাধ্যমে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান গ্রন্থাগারিক ও সহকারী গ্রন্থাগারিকদের শিক্ষক পদ-মর্যাদা ও পদবী যথাক্রমে ‘গ্রন্থাগার প্রভাষক’ ও ‘সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান)’ অর্জনে সক্ষম হয়েছে। এ দাবী আদায় মোটেও সহজ ছিল না, কারণ কিছু ব্যক্তি এ দাবীর প্রকাশ্য বিরোধিতা করছিল। তবে বেলিডের নেতৃত্বে ২০১৭ থেকে ২০২১ পর্যন্ত দীর্ঘ পাঁচ বছর ধারাবাহিকভাবে গ্রন্থাগার পেশাজীবীদের রাজপথের সম্মিলিত আন্দোলন, মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব, জাতীয় সংসদ সদস্য, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা বোর্ডের কর্মকর্তাসহ সরকারের বিভিন্ন মহলে আবেদন,  আলোচনা ও যোগাযোগের মাধ্যমে এ দাবী আদায় করা সম্ভব হয়েছে। এ দাবী আদায়ে সংশ্লিষ্ট সকল গ্রন্থাগার পেশাজীবীদের প্রতি বেলিডের ২৩তম সাধারণ সভা কৃতজ্ঞতা প্রকাশ করছে।

পেশাজীবীদের জ্ঞাতার্থে সম্পূর্ণ আন্দোলনের ইতিহাস এখানে তুলে ধরা হলো। (pdf file)