বেলিডের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন - ২৩ জানুয়ারি ২০২২
গত ২৩শে জানুয়ারি ২০২২ তারিখে বেলিডের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হলো। বেলিড অফিসে করোনা স্বাস্থ্যবিধি মেনে ঘরোয়া পরিবেশে সংক্ষিপ্ত পরিসরে দিনটি উৎযাপন করা হয়। বেলিডের মহাসচিব জনাব শশাঙ্ক কুমার সিংহ-এর সঞ্চালনায় বেলিডের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান জনাব ড. মো. আবদুস সাত্তার প্রধান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. জাফর ইকবাল, প্রক্তন সহাসচিব, বেলিড এবং সভাপতিত্ব করেন বেলিড চেয়ারম্যান জনাব মোহাম্মদ হোচ্ছাম হায়দার চৌধুরী। অনুষ্ঠানের প্রথমেই বেলিডের যে সকল সদস্য প্রয়াত হয়েছেন তাদের অবদান ও স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন করে অনুষ্ঠান শুরু করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বেলিডের কার্যনির্বাহী পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে অতীত স্মৃতি স্মরণ করে সমিতির উন্নয়নে তাদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং বেলিডের বর্তমান কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। প্রতিষ্ঠা বার্ষিকীতে বেলিড এর প্রথম এবং প্রাক্তন মহাসচিব জনাব মো. হারুন-অর-রশীদ কানাডা থেকে মেইলের মাধ্যমে একটি শুভেচ্ছা বার্তা প্রেরণ করে যা বর্তমান কমিটির ভাইস চেয়ারম্যান একেএম মফিজুর রহমান পাঠ করে সকলকে অবহিত করেন।
বেলিডের চেয়ারম্যান প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দদের সাথে নিয়ে একসঙ্গে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠনের সমাপ্তি ঘোষণা করেন।
ছবি দেখুন